ডোমেস্টিক ক্যাবল দিয়ে যাত্রা শুরু, লক্ষ্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। দেশের অন্যতম শিল্পগোষ্ঠী আকিজ ভেঞ্চার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক ও ইলেকট্রনিকস লিমিটেড উন্মোচন করেছে তাদের নতুন ব্র্যান্ড ‘আকিজ ক্যাবলস’। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আকিজ হাউজে আনুষ্ঠানিকভাবে এ ব্র্যান্ডটির উন্মোচন করা হয়। প্রথম ধাপে বাজারে আনা হয় ডোমেস্টিক ক্যাবলস, যা দৈনন্দিন ঘরোয়া ও বাণিজ্যিক ওয়্যারিং কাজে ব্যবহার উপযোগী। দেশে বিদ্যুতের ব্যবহার যেমন দ্রুত বাড়ছে, তেমনি নিম্নমানের তার ব্যবহারের কারণে অগ্নিকাণ্ড, শর্ট সার্কিটের মতো বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের তথ্য মতে ২০২২ ও ২০২৩ সালে দেশের মোট অগ্নিকাণ্ডের বড় অংশই ঘটেছে নিম্নমানের ওয়্যারিং ও নকল তার ব্যবহারের কারণে ২০২২ সালে ৩৬.৮% এবং ২০২৩ সালে ৩৮%। এ পরিস্থিতিতে আকিজ ক্যাবলস দিচ্ছে নিরাপদ, টেকসই ও মানসম্মত সমাধান, যা নিশ্চিত করবে সঠিক...