শীর্ষনিউজ ডেস্ক:বিশ্বখ্যাত ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি আর নেই। স্থানীয় সময় ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ৯১ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিবিসি। আরমানি ছিলেন তারকাদের প্রিয় ডিজাইনার এবং বিশ্বব্যাপী ফ্যাশন জগতের একজন রূপকার। ১৯৭৫ সালে মিলানে ফ্যাশন হাউস প্রতিষ্ঠার পর থেকেই তিনি শীর্ষে উঠে আসেন। ‘এম্পোরিও আরমানি’ থেকে লাক্সারি হোটেল পর্যন্ত—সবখানে ছিল তার ছাপ। তার মৃত্যুতে দোনাতেলা ভারসাচে, জুলিয়া রবার্টস, অ্যান হ্যাথাওয়ে, রাসেল ক্রোসহ বহু তারকা শ্রদ্ধা জানিয়েছেন। ফরাসি লাক্সারি গ্রুপ এলভিএমএইচ-এর প্রধান বার্নার্ড আর্নল্ট বলেন, “তিনি ইতালিয়ান মার্জিত রুচিকে বিশ্বে ছড়িয়ে দিয়েছেন।” শেষকৃত্য হবে সোমবার, মিলানে। এর আগে শনিবার ও রোববার তার প্রতি শ্রদ্ধা জানানোর...