তিনি বলেন, ফেসবুক ভিউ আসলে অনেক ফ্যাক্টরের ওপর নির্ভর করে। তাই এই একটা বিষয় দিয়ে আবার ব্যাখ্যা করা যাবে না যে, কখন পোস্ট করলে বেশি এনগেজমেন্ট হবে বা বেশি মানুষের কাছে পৌঁছাবে। তবে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি সন্ধ্যার পরের সময়টা এনগেজমেন্ট বেশি থাকে। তাই কনটেন্ট ক্রিয়েটররা এই সময়টা বেছে নিতে পারেন।ছোট পেজের ক্ষেত্রে নির্ধারিত সময় মেনে পোস্ট করতে হবে?অমৃত মলঙ্গী সতর্ক করে আরও বলেন, আমি আবারও বলছি এটিই একমাত্র মানদণ্ড নয়। দিন শেষে কনটেন্ট ইজ কিং। কনটেন্ট ভালো হলে, মেকিংয়ে পাওয়ার থাকলে যে কোনো সময় পোস্ট দিলে এনগেজমেন্ট ভালো থাকবে। তবে এটা ঠিক যে, ছোট পেজের ক্ষেত্রে সময় কিছুটা হলেও ম্যাটার করে। ছোট পেজের ক্ষেত্রে নির্ধারিত সময় মেনে পোস্ট করতে হবে?অমৃত মলঙ্গী সতর্ক করে আরও বলেন, আমি আবারও বলছি এটিই...