৬২২ খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ (সা.) মক্কা থেকে মদিনায় হিজরতকালে প্রথমে ক্বুবা নামক এলাকায় অবস্থান করেন। সেখানেই তিনি সাহাবিদের সহযোগিতায় একটি মসজিদ নির্মাণ শুরু করেন। ইতিহাস বলে, মুহাম্মদ (সা.) নিজ হাতে এই মসজিদের প্রথম ইট বসান। পৃথিবীর সবচেয়ে পুরনো মসজিদ হিসেবে ইসলামের ইতিহাসে যে নামটি সর্বপ্রথম আসে, সেটি হলো মসজিদে ক্বুবা। ইসলামের সূচনালগ্নে এই মসজিদের জন্ম হয়, যা আজও মুসলিম বিশ্বের ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে চলেছে। ৬২২ খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ (সা.) মক্কা থেকে মদিনায় হিজরতকালে প্রথমে ক্বুবা নামক এলাকায় অবস্থান করেন। সেখানেই তিনি সাহাবিদের সহযোগিতায় একটি মসজিদ নির্মাণ শুরু করেন। ইতিহাস বলে, মুহাম্মদ (সা.) নিজ হাতে এই মসজিদের প্রথম ইট বসান। পবিত্র কুরআনে সূরা আত-তাওবায় মসজিদে ক্বুবার প্রসঙ্গ এসেছে। একে বলা হয়েছে, আত-তাকওয়ার ভিত্তির উপর প্রতিষ্ঠিত মসজিদ। এই...