ইংরেজিতে একটি প্রবাদ আছে : ‘If wishes were horses, beggars would ride’. অনুবাদ : মানুষের ইচ্ছাগুলো যদি ঘোড়া হতো, তাহলে ভিক্ষুকরাও ঘোড়ায় চড়ত। এটি অন্তত ৪০০ বছর আগের প্রবাদ। কিন্তু আক্ষরিক অর্থ বাদ দিলে সমাজ ও রাজনীতির ব্যাপক পরিসরে এ প্রবাদটি আজও প্রযোজ্য। ৩১ আগস্ট প্রধান তিনটি রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির সঙ্গে আলাদা আলাদা বৈঠকে ড. ইউনূস ভালো নির্বাচন সম্পর্কে যে গভীর আশাবাদ ব্যক্ত করেছেন, সেই আশাবাদ শুনে ওই প্রাচীন প্রবাদবাক্যটির কথা মনে পড়ল। প্রধান তিনটি দল ছাড়াও ২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা হেফাজতে ইসলাম, নাগরিক ঐক্য, এবি পার্টিসহ সাতটি দলের সঙ্গে বৈঠকেও একইরকম উক্তি করেন। এসব বৈঠকে তিনি বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নিয়ে...