বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে যারা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম নাম ইমরান মাহমুদুল। তার কণ্ঠের মায়াবী সুর, মেলোডির মিষ্টতা এবং গানের কথায় প্রাণ সঞ্চার করার অসাধারণ দক্ষতা তাকে অল্প সময়েই কোটি শ্রোতার প্রিয়তে পরিণত করেছে। ছবি: ইমরানের ফেসবুক থেকে ১৯৮৯ সালের এই দিনে জন্ম নেওয়া ইমরানের শৈশব থেকেই গানের প্রতি টান ছিল প্রবল। পরিবারে সঙ্গীত চর্চার পরিবেশ না থাকলেও নিজের আগ্রহ ও অদম্য চেষ্টা দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসেন সঙ্গীতের জগতে। ২০০৮ সালে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমেই সঙ্গীতাঙ্গনে আলোচনায় আসেন ইমরান। সেই প্রতিযোগিতায় তার প্রতিভা দর্শক-শ্রোতা এবং বিচারকদের নজর কাড়ে। এর পর থেকে ধীরে ধীরে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন আধুনিক বাংলা গানের অন্যতম সেরা কণ্ঠশিল্পী...