বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা। ওই কর্মকর্তার দেওয়া তালিকা অনুসারে, আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা প্রধান মার্ক জাকারবার্গ, অ্যাপলের সিইও টিম কুক, সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান। বৃহস্পতিবার হোয়াইট হাউসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আলাদা এক অনুষ্ঠানের আয়োজন করবেন ফার্স্ট লেডি মেলানিয়া। সেই অনুষ্ঠানের পর রাতে নৈশভোজের মাধ্যমে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর প্রধানদের সঙ্গে ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হবে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি। বৈঠক থেকে ইঙ্গিত মেলে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার সঙ্গে বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানির সম্পর্ক খুব ঘনিষ্ঠ হলেও তা সহজ নয়, বরং কিছুটা জটিল ও টানাপোড়েনে ভরা। সিএনবিসি লিখেছে, ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন অনেক প্রযুক্তি প্রধানই। প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে...