ইউরোপে পেশাগত অভিজ্ঞতা অর্জনের স্বপ্ন যাঁরা দেখছেন—এমন শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য আছে একটি সুযোগ। ইতালির ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউট (ইইউআই) ২০২৫ সালের জন্য ট্রেইনিশিপের সুযোগ দিচ্ছে। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে গবেষণার জন্য ইউরোপের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর একটি হলো এই ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউট। প্রতিবছর প্রতিষ্ঠানটি বিভিন্ন একাডেমিক ও পেশাগত পটভূমির আগ্রহী প্রার্থীদের জন্য ট্রেইনিশিপের সুযোগ দেয়। এই প্রোগ্রামে অংশ নিয়ে প্রার্থীরা আন্তর্জাতিক ও বহু সাংস্কৃতিক গবেষণাপ্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাবেন। সেই সঙ্গে ইউরোপের অন্যতম সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর ইতালির ফ্লোরেন্সে বসবাসের অভিজ্ঞতাও অর্জন করতে পারবেন। সাধারণত ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, সেপ্টেম্বর বা নভেম্বর মাসের ১ তারিখে শুরু হয় ট্রেইনিশিপ। ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউট ট্রেইনিশিপের মাধ্যমে প্রার্থীরা ইউরোপের শীর্ষ গবেষণাপ্রতিষ্ঠানে কাজের পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।...