আগস্ট মাসের প্রথম তিন সপ্তাহ সরকারী চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর নিয়ে এসেছিল। শেষ সপ্তাহটিতে বেশি সরকারি নিয়োগ ছিলো না। এরপরও আগস্টে ৪ সপ্তাহে সাড়ে ৪ হাজার চাকরি বিজ্ঞপ্তি এসেছে। নতুন মাসের প্রথম চারদিনে দুটি বড় সুখবর পেয়েছে চাকরিপ্রত্যাশীরা। একটি প্রধান শিক্ষক পদের নিয়োগে বিজ্ঞপ্তি (তবে পিএসসি প্রধান শিক্ষকের পদ কমবে।) অন্যটি ৪০০০ এএসআই নিয়োগের খবর। সব মিলিয়ে মোট ৬ হাজার ৪২০ জন নিয়োগ পাবেন। ২৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত যে যে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একনজরে দেখে নিন সেগুলো— *নির্বাচনের আগে নিয়োগ-পদোন্নতিতে পুলিশে যুক্ত হবে ৪০০০ এএসআই: আইজিপি*মেট্রোরেলে নতুন চাকরি, স্নাতকে আবেদন*প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, পদ ৬৩*মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি, পদ ৬৫*বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডে চাকরি, বেতন স্কেল ৮,৮০০ থেকে ১৬,০০০ টাকা*প্রধান শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ২১৬৯*ইনভেস্টমেন্ট...