ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ব্যবহার হতে যাচ্ছে ওএমআর (অপটিক্যাল মার্ক রেকগনিশন) ব্যালট ফরম। এতে ভোট গণনা দ্রুত সম্পন্ন করে একই রাতে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রিটার্নিং কর্মকর্তার দপ্তরের তথ্য অনুযায়ী, ফলাফল দ্রুত ঘোষণা করতে ওএমআর ব্যালট ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যে একাধিক প্রতিষ্ঠানকে প্রস্তাব দেওয়া হয়েছে, যারা ভোটগ্রহণ শেষ হওয়ার ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে ফলাফল প্রস্তুত করার সক্ষমতার কথা জানিয়েছে। প্রশাসনের ধারণা, এই...