হরর সিনেমা পছন্দ করেন যারা, তাদের জন্য সুখবর। প্রায় চার বছর পর আসছে ‘দ্য কনজ্যুরিং’ সিনেমা-সিরিজের নতুন কিস্তি ‘লাস্ট রাইটস।’ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ছবিটি। একই দিনে ঢাকায়ও দেখা যাবে ছবিটি। স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ভয়ঙ্কর লোমহর্ষক সিনেমা ফ্রাঞ্চাইজির নবম কিস্তি ‘দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস।’ মাইকেল শ্যাভস পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন এবং ভেরা ফার্মিগা, যারা প্যারানরমাল ঘটনার তদন্তকারী, লেখক এড এবং লরেন ওয়ারেন হিসেবে তাদের ভূমিকায় দেখা যাবে। থাকবেন মিয়া টমলিনসন এবং বেন হার্ডিও। ছবিটি পরিচালনা করেছেন জেমস ওয়্যান। ২০২১ সালের জুনে ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’ মুক্তির আগে পরিচালক মাইকেল শ্যাভস এম্পায়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘দ্য কনজুরিং’ সিরিজের ভবিষ্যত পর্বের সম্ভাবনা প্রসঙ্গে বলেছিলেন, ‘আশা করি এই ছবি ওয়্যারেনদের জন্য এই নতুন অধ্যায়টি...