বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান আবারও আলোচনার কেন্দ্রে। ব্যক্তিগত জীবনে অনেক নারীর সঙ্গে তার নাম জড়িয়েছে। এরপর বিবাহ, সন্তানের দায়িত্ব, সম্পর্কের ভাঙাগড়া, সব পেরিয়ে এবার খোলাসা করলেন নিজের ব্যক্তিগত গল্প। গোপন অনুভূতির দরজা খুলে ভারতীয় এক গণমাধ্যমে জানালেন প্রেম, বিয়ে আর বিচ্ছেদের অজানা কাহিনী। শুরুতে মুখ খুলতে না চাইলেও অবশেষে শেয়ার করলেন জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলো, যা শুনে হতবাক তার ভক্তরা। খবর: ফিল্মফেয়ারজীবনের শুরুতে রিনা দত্তকে ভালোবেসে প্রথম বিয়ে করেন তিনি। এ সংসারে জুনায়েদ ও ইরা খান নামে দুটো সন্তান রয়েছে। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। এ সংসারে আজাদ খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে দুটো সংসারই ভেঙে গেছে তার। আমির এখন গৌরি স্প্রাটের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন। সাক্ষাৎকারে একটি সম্পর্ক কীভাবে সুস্থ রাখা...