ইন্দোনেশিয়ায় সৃষ্ট দাঙ্গার মধ্য দিয়ে এশিয়ার আরেকটি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি উত্তাল হয়ে উঠল। এই দাঙ্গা অনেক ইন্দোনেশীয়কেই ১৯৯৮ সালের পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিচ্ছে। সেবার সহিংস আন্দোলনের মধ্য দিয়ে সে সময়ে দেশটির স্বৈরশাসক সুহার্তোর পতন হয়েছিল, যিনি ৩ দশক ধরে দেশটির ক্ষমতায় ছিলেন। ১৯৯৮ সালের মতো এবারও বিক্ষোভকারীরা দেশটির আইনসভা চত্বর এবং সেইসব বিত্তে ও প্রভাবে অভিজাত রাজনীতিকদের লক্ষ্যবস্তু করেছে। এই অভিজাত রাজনীতিকদের বিক্ষোভকারীরা নিজেদের দারিদ্র্যের জন্য দায়ী বলে মনে করে। তারা এসব রাজনীতিকদের বাড়িতে হামলা করছে, তাদের বিলাসবহুল জিনিসপত্র লুট করছে। এ ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর আচরণও লক্ষ্যণীয়। একদিকে পুলিশ বাহিনীর তরফ থেকে সহিংসতার ব্যাপক প্রতিবেদন আসছে, অন্যদিকে লুটতরাজ চলার সময় সেনাবাহিনীর নির্লিপ্ত দাঁড়িয়ে থাকার দৃশ্যও বাস্তব। এমনকি সেনাবাহিনী বিক্ষোভকারীদের দাঙ্গা ও লুটে সহায়তা করছে বলেও অভিযোগ আছে। দাঙ্গাকারীদের তারা...