যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানি গাড়ির আমদানি শুল্ক ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামানোর ঘোষণা দিয়েছেন। এর ফলে জাপানি গাড়ি আমদানি প্রায় অর্ধেক শুল্কে যুক্তরাষ্ট্রে পৌঁছাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দীর্ঘ আলোচনার পর এ সমঝোতার সঙ্গে জাপানও যুক্তরাষ্ট্রে বিশাল বিনিয়োগ করার জন্য সম্মতি দিয়েছে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্তে টয়োটা, হোন্ডা ও নিসানসহ জাপানের বড় মোটরশিল্প প্রতিষ্ঠানগুলো কিছুটা নিশ্চিন্ত হতে পারবে। হোয়াইট হাউস জানিয়েছে, জুলাই মাসে ঘোষিত চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় সব জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপিত হবে, যার মধ্যে গাড়ি ও ওষুধও অন্তর্ভুক্ত। এছাড়া, চুক্তির অংশ হিসেবে টোকিও ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মার্কিন প্রকল্পে এবং ধীরে ধীরে নিজেদের বাজার আমেরিকান পণ্যের জন্য উন্মুক্ত করবে। গাড়ি ও চালসহ...