‘লাইফ ইজ সুইট, লাইফ ইজ ডায়নামাইট’—কোটি মানুষের মুখে ফেরে বিটিএসের ‘ডায়নামাইট’ গানের এই কথা। গানটি ২০২০ সালে কোভিড মহামারির প্রতিকূল সময়ে মুক্তি পেয়েছিল। ওই সময়ে গানে আনন্দের বার্তা ছড়িয়েছেন জিমিন, জাংকুকরা। ঘরবন্দী সময়ে অনিশ্চয়তার মধ্যে একচিলতে আলোর দেখা পান শ্রোতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি রীতিমতো ‘ভাইরাল’ হয়েছিল। ২০২০ সালের ২১ আগস্ট গানটির ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়। পাঁচ বছরে ভিডিওটি দেখা হয়েছে ২০০ কোটি বার। গতকাল বৃহস্পতিবার খবরটি দিয়েছে বিটিএসের এজেন্সি বিগ হিট মিউজিক। প্রথম কোরিয়ান গান হিসেবে এটি বিলবোর্ডের হট ১০০ চার্টের শীর্ষে জায়গা করে নিয়েছিল। টানা তিন সপ্তাহ ধরে তালিকার শীর্ষে ছিল। আইটিউনস চার্টেও ১০৪ অঞ্চলে শীর্ষ স্থানে ছিল। গানটির সুবাদে প্রথমবার গ্র্যামি মনোনয়ন পেয়েছিল বিটিএস। বিটিএসের সবচেয়ে জনপ্রিয় গানের একটি ‘ডায়নামাইট’। বিটিএসের নিয়মিত শ্রোতাদের অনেকে বলেন, এই গান শুনেই...