ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৯১ বছর। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর নিশ্চিত করে বিলাসবহুল ফ্যাশন প্রতিষ্ঠান ‘আরমানি’ গ্রুপ। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘আমাদের প্রতিষ্ঠাতা ও অক্লান্ত প্রেরণাদায়ী জর্জিও আরমানি আর নেই। গভীর শোকের সঙ্গে আমরা তার প্রয়াণের সংবাদ জানাচ্ছি।’’আরো পড়ুন:গত ১১ বছর নিয়ে যা লিখলেন শাকিব খানআমি যা নই পর্দায় তাই হচ্ছি: তটিনী বিবৃতিতে ‘আরমানি’ গ্রুপ আরও জানায়, মিলানে শনিবার (৬ সেপ্টেম্বর) ও রোববার (৭ সেপ্টেম্বর) শেষকৃত্য শেষে তাকে আরমানিকে সমাহিত করা হবে। ১৯৩৪ সালের ১১ জুলাই ইতালির পিয়াচেনজা অঞ্চলে জন্ম জর্জিও আরমানির। দুই ভাইবোনের মধ্যে তিনি বড় ছিলেন। আরমানির ইচছা ছিলো চিকিৎসক হবেন, কিন্তু বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দেন। মাত্র দুই বছর চাকরি করার পর পদত্যাগ করেন। ১৯৫৭...