ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবু সাদিক কায়েম। নির্বাচন, ইশতেহার, চ্যালেঞ্জ, সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছেন।সাক্ষাৎকারটি পাঠকের জন্য তোলে ধরা হলোঃপ্রশ্ন: জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী?সাদিক কায়েম: আমাদের সামগ্রিক শিক্ষার্থী ও ছাত্রবান্ধব কাজ, গত এক বছরজুড়ে যে স্বতঃস্ফূর্ত সাড়া– সবকিছুতে মনে করছি, শিক্ষার্থীরা আমাদের নেতৃত্বের ওপর আস্থা রাখবে। আমরা প্রচার শুরু করার পর থেকে প্রতিটি হলে যাওয়ার চেষ্টা করেছি, তাদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা শোনার চেষ্টা করেছি। আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর, তাদের আকাঙ্ক্ষার কথা বলতে চাই। আশা করছি, শিক্ষার্থীরা আমাদের জোটের সবার দীর্ঘদিনের কাজের ওপর আস্থা রাখবে।প্রশ্ন: আপনাদের জোটের মূল শক্তি এবং সমর্থক কারা? আপনাদের প্যানেল শুধু শিবিরের– এমন একটি অভিযোগ আছে।সাদিক কায়েম: আমরা শুধু শিবিরের লোকজন নিয়ে প্যানেল তৈরি...