১৬ জানুয়ারি ২০১৯। বুধবার। ওইদিন সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে অফিস ফেরত অনেকেই এক ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পের পাগলাটে শাসনে মার্কিন যুক্তরাষ্ট্রে তখন চরম নৈরাজ্য চলছিল। শার্টডাউন কর্মসূচিতে যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রায় অচলাবস্থা, পদত্যাগ করেছেন হাউজের স্পিকার ন্যান্সি পেলোসি, লস এজেলেস-এ শিক্ষকদের কর্মবিরতি চলছে, নারীদের প্রতিবাদী মার্চ চলছে শহরে শহরে, হঠাৎ বেড়ে গেছে নির্বিচার গুলিবর্ষণে প্রাণহানির ঘটনা ইত্যাদি। ট্রাম্পের এমন খামখেয়ালি কার্যক্রমে ত্যক্তবিরক্ত তিনজন প্রতিবাদকারী সংগঠক ওইদিন একটি সংবাদপত্রের ২৫ হাজার কপি বিলি করেছিলেন। এই সংবাদপত্রটি শুধু ওয়াশিংটন ডিসির বিভিন্ন সড়কেই নয় বিলি করা হয়েছিল হোয়াইট হাউজের সামনেও। বিলির সময় বলা হয়েছিলো, এটা ওয়াশিংটন পোস্ট এর বিশেষ সংখ্যা। বিশেষ এই সংখ্যাটির আট কলামে প্রধান শিরোনাম ছিল UNPRESIDENTED। সাব-হেড ছিল TRUMP HASTILY DEPARTS WHITE HOUSE, ENDING CRISIS। এই সংবাদটি শুধু অফিস ফেরত...