ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা টোটা রায় চৌধুরী ফের বড়পর্দায় নতুন চমক নিয়ে হাজির হতে চলেছেন। টালিউড থেকে বলিউড সবখানেই সমান তালে কাজ করে দর্শকদের মন জয় করা এই অভিনেতাকে এবার দেখা যাবে টালিউড সুপারস্টার জিতের বিপরীতে। ছবির নাম ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। এখানে টোটা রূপ দেবেন এক সাহসী পুলিশ অফিসারের চরিত্রে, যার নাম দুর্গা রায়।ভারতীয় এক গণমাধ্যমেরসাক্ষাৎকারে টোটা জানান, একের পর এক ভালো চরিত্র পাওয়ার জন্য তিনি খুশি। নতুন এই সিনেমা চরিত্র নিয়ে তিনি বললেন, “একজন অভিনেতা হিসেবে আমি সবসময় চিত্রনাট্যকেই প্রাধান্য দিয়েছি। ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ গল্পটা পড়ার পরই বুঝেছিলাম, এর মধ্যে সেই দৃঢ়তা ও গভীরতা রয়েছে যা আমি খুঁজছিলাম। আমার চরিত্রটির অনেক স্তর রয়েছে, যেখানে কিছু বিশেষ বৈশিষ্ট্য আর সূক্ষ্মতা রয়েছে যা আমাকে সত্যিই...