ব্যবসার প্রাণশক্তি হলো ব্যাংক ঋণ। কিন্তু বাংলাদেশে সেই ঋণই এখন ব্যবসা ও শিল্পের জন্য প্রধান প্রতিবন্ধক। ঋণের সুদের খরচ বাড়তে বাড়তে ১৫ থেকে ১৬ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, সুদের হারের এই অস্বাভাবিক দৌরাত্ম্য চলতে থাকলে অর্থনীতি শুধু মন্থর হবে না, শিল্পোৎপাদন ও কর্মসংস্থানও বড় ধরনের ধাক্কা খাবে। আর উদ্যোক্তারা বলছেন, দেশের ব্যাংক খাতে ঋণ নেওয়া এখন ব্যবসায়ীদের জন্য এক দুঃস্বপ্নের নাম। ব্যাংকগুলো আমানতের বিপরীতে যে সুদ দেয় এবং ঋণের বিপরীতে যে সুদ নেয়— এই ব্যবধানকে বলা হয় ‘স্প্রেড’। স্বাভাবিক অর্থনীতিতে এই ব্যবধান ২ থেকে ৩ শতাংশের মধ্যে থাকে। কিন্তু বাংলাদেশে তা দ্বিগুণেরও বেশি, অনেক ক্ষেত্রে ১০ শতাংশ ছাড়িয়েছে। এর ফলে ঋণের খরচ ১৫-১৬ শতাংশে পৌঁছে ব্যবসার টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুলাই মাসে ব্যাংক...