০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ এএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ এএম সম্প্রতি নিজের প্রথম গান ‘সিবেলেস’ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ও স্পেন কিংবদন্তি সের্গিও রামোস। মূলত ‘সিবেলেস’ মাদ্রিদ শহরের একটি প্রাচীন ভাস্কর্য, যেখানে রিয়াল নিজেদের শিরোপা জয় উদ্যাপন করে। স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া গানটির মিউজিক ভিডিওতে রিয়ালের জার্সিতে রামোসের কাটানো স্মরণীয় অনেক মুহূর্তের পাশাপাশি সেই ভাস্কর্যকেও দেখা গেছে। আর গানের কথাগুলো রামোসের রিয়াল ছাড়ার আক্ষেপ নিয়েই লেখা। রামোসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন প্রায় ত্রিশ লক্ষ মানুষ। রামোস বর্তমানে মেক্সিকান ক্লাব মন্তেরেইয়ের অধিনায়ক। গত সপ্তাহে লিগ ম্যাচে পুয়েবলার বিপক্ষে দলের ৪-২ গোলের জয়ে নেতৃত্ব দিয়েছেন। ফুটবলের ব্যস্ততার মধ্যেই সময় বের করে গান রেকর্ড করেছেন রামোস। গানটি প্রকাশের পর তিনি এখন নিজের...