০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ এএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ এএম তোমরা তালা দিবা, হাতাহাতি করবা, আবার ইলেকশন চাইবা—এটা মামার বাড়ির আবদার এমন ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এমন ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো কিছু হলে সেটা রাকসু নির্বাচনের ওপর প্রভাব পড়তে পারে। এ জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘যদি ছাত্র সুলভ আচরণ, নিয়ম-কানুনের ভেতরে তোমরা থাকতে না পারো, তোমরা নিজেদের রাকসুর অযোগ্য বলে প্রমাণ করছো।তোমাদের যোগ্যতার পরিচয় তোমরা দেবে না তো আমি সালেহ হাসান নকীব দেব নাকি?’ নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে উপাচার্য বলেন, ‘আমি নিজে খুশি হতাম, যদি সম্পূর্ণ আমাদের সামর্থ্য ও আমাদের ভেতরে যে সৌন্দর্য...