০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম বর্তমানে বায়ুদূষণ বিশ্বব্যাপী একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি হিসেবে ধরা হচ্ছে। বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বায়ুদূষণে শীর্ষে রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার শুক্রবার (৫ সেপ্টেম্বর) জানিয়েছে, জাকার্তার বাতাসের মানের স্কোর ১৭২, যা নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। অন্যদিকে, বাংলাদেশী রাজধানী ঢাকা ৬০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৪৭তম অবস্থানে রয়েছে এবং এর বায়ুমান ‘সহনীয়’ বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, জাকার্তার পরে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা (১৬৬ স্কোর) এবং গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কিনশাসা। পাকিস্তানের লাহোর ১৫০ স্কোর নিয়ে চতুর্থ স্থানে এবং চীনের বেইজিং ১৪৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে। বায়ুমানের স্কোর শূন্য থেকে ৫০ ভালো, ৫১ থেকে...