এভাবেই তৈরি হয়েছিল ভারতীয় সিনেমার অন্যতম সেরা ক্ল্যাসিক ‘দো বিঘা জমিন’। ১৯৫৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটি সম্প্রতি ফোর–কে সংস্করণে রূপান্তর করা হয়েছে। গতকাল ভেনিস উৎসবের ক্ল্যাসিকস সেকশনে হয়ে গেল সিনেমাটির প্রিমিয়ার। তবে আজ থেকে আট দশক আগে সিনেমাটি তৈরির গল্পও কম চমকপ্রদ নয়। শুরুর শুরু১৯৫০-এর দশকের শুরু। সলিল চৌধুরী হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসকের নির্দেশে, সম্পূর্ণ বেড রেস্ট। ঘরবন্দী অবস্থায়, বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ বলতে বিছানার পাশে একটা খোলা জানলা। দেখতে পেলেন, নিচের রাস্তায়, কাজকর্মের ফাঁকে জড়ো হয় জনা কয়েক রিকশাচালক। তারা নিজেদের ভেতর গল্প করে; সুখ-দুঃখের কথা বলে; বলে, দেশ-গাঁয়ের ভিটেমাটি ছেড়ে রোজগারের আশায় কলকাতা শহরে দিন গুজরানের কাহিনি। সলিলের মাথায় একটা গল্প খেলে গেল। লিখলেন, ‘রিকশাওয়ালা’। ঋত্বিক ঘটক তখন চাইছেন, থিয়েটার থেকে সরে এসে ফিল্ম পরিচালনায় হাত...