ডেঙ্গুর পাশাপাশি বেড়ে চলেছে চিকুনগুনিয়ার সংক্রমণ। জ্বরে আক্রান্ত হয়ে পরীক্ষা করতে যাওয়া শতকরা ৬৫ জনের শরীরে ধরা পড়েছে এই রোগ। রাজধানীর সরকারি দুই প্রতিষ্ঠান (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান) আইইডিসিআর ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনের হিসেবে মিলেছে এই তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি হাসপাতালগুলোতে রোগ শনাক্ত না হওয়ায় প্রকৃত সংক্রমণের মাত্রা ও বিস্তৃতি অজানা থাকছে। রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন ও রেফারেল সেন্টারে ঠান্ডা-জ্বর ও কাশি নিয়ে প্রতিদিন পরীক্ষা করতে যান ৫০০ থেকে ৬০০ রোগী। এ বিষয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আরিফা আকরাম বর্ণা জানান, গায়ে ব্যথাসহ ভাইরাস জ্বর নিয়ে যারা এই ল্যাবরেটরি সেন্টারে পরীক্ষা করতে গেছেন তারা ডেঙ্গু, চিকুনগুনিয়া নাকি বা অন্য কোনো ভাইরাসে আক্রান্ত। জুলাই ও আগস্টে আরটিপিসিআর পরীক্ষায় দেখা...