ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে এখন বাড়ছে উত্তেজনা ও প্রত্যাশা। ছয় বছর পর এমন একটি নির্বাচনী আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বেশ আশার সঞ্চার করেছে। নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যাপক ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ক্যাম্পাস জুড়ে চলছে লিফলেট বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে ভোট ও দোয়া প্রার্থনা। তবে প্রার্থীদের অভিযোগ, প্রশাসনের নিরপেক্ষ অবস্থান এখনো স্পষ্ট নয়। অনেকেই আশঙ্কা করছেন, ভোটগ্রহণ প্রক্রিয়ায় কারচুপি ও অনিয়মের ঘটনা ঘটতে পারে। নির্বাচনী প্রচারণার মাঠে একদিকে যেমন প্রার্থীরা নিত্যনতুন ভিশন ও প্রতিশ্রুতি শিক্ষার্থীদের সামনে তুলে ধরছেন, অন্যদিকে দেখা যাচ্ছে একাধিক অনাকাক্সিক্ষত পরিস্থিতি। ছাত্রদল, শিবির, বাগছাসসহ প্রায় প্রতিটি দলের প্রার্থীরাই জানিয়েছেন, তারা সাইবার বুলিং ও হুমকির মুখে পড়ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে তাদের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করা হচ্ছে...