নেপাল সরকার ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম সাময়িকভাবে বন্ধ করেছে। ভুয়া অ্যাকাউন্ট, ঘৃণামূলক বক্তব্য ছড়ানো এবং সাইবার অপরাধ প্রতিরোধে নিবন্ধনের শর্ত মানা হয়নি—এমন অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। দেশটির কর্তৃপক্ষ জানায়, অনেক ব্যবহারকারী মিথ্যা পরিচয়ে অ্যাকাউন্ট খুলে গুজব, ঘৃণা ও বিভেদমূলক বার্তা ছড়াচ্ছিলেন, যা সামাজিক সম্প্রীতির জন্য হুমকি হয়ে উঠছিল। এই পরিস্থিতি মোকাবিলায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে সরকারিভাবে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছিল। তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কিছু প্ল্যাটফর্ম নির্দেশনা মানেনি, ফলে তাদের অ্যাক্সেস বন্ধ করা হয়েছে। নেপালের মোট জনসংখ্যার ৯০ শতাংশেরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। সরকার বুধবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত নিবন্ধনের সময় দিয়েছিল। নিবন্ধনের শর্ত অনুযায়ী স্থানীয় প্রতিনিধি নিয়োগ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির...