ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশকের ছাত্রদের একজন বুদ্ধদেব বসু। ১৯২৭ সালে ইংরেজি বিভাগে ভর্তি হয়েছিলেন, থাকতেন জগন্নাথ হলে। সেসময় তার সম্পাদনায় প্রকাশিত ‘বাসন্তিকা’ বাংলা সাহিত্যে আলোড়ন তুলেছিল। ১৯৯১ সালে ডাকসুর একটি প্রকাশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান লিখেছিলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে তিনটি আবাসিক হল স্থাপিত হয়– মুসলিম হল, জগন্নাথ হল ও ঢাকা হল। হলগুলোই ছিল বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র। এগুলো ছিল একাধারে ছাত্রদের আবাসস্থল, সামাজিক-সাংস্কৃতিক কার্যকলাপের আশ্রয় এবং টিউটোরিয়াল-ব্যবস্থার ভিত্তিভূমি। “শুরুতে ছাত্র সংখ্যা অধিক ছিল ঢাকা হলের। খেলাধুলায় এ হলের খুব নাম ছিল। জগন্নাথ হলের ছাত্র-সংসদের এক কৃতিত্ব ছিল নাট্যাভিনয়, আরেক কৃতিত্ব ছিল তাদের হল-বার্ষিকী ‘বাসন্তিকা’র সাহিত্যমূল্য। এ কথা এখন স্বীকার করা হয় যে, রবীন্দ্র-উত্তর বাংলা সাহিত্যে যে আধুনিকতা দেখা দেয়, তার সূচনা হয়েছিল ‘বাসন্তিকা’য়।” ঊনিশশ ষাট ও সত্তরের দশকে...