বলিউডের দাপুটে অভিনেতা আমির খান। ব্যক্তিগত জীবনে অনেক নারীর সঙ্গে তার নাম জড়িয়েছে। রিনা দত্তকে ভালোবেসে প্রথম বিয়ে করেন তিনি। এ সংসারে জুনায়েদ ও ইরা খান নামে দুটো সন্তান রয়েছে। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। এ সংসারে আজাদ খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে দুটো সংসারই ভেঙে গেছে তার। আমির এখন গৌরি স্প্রাটের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন। ব্যক্তিগত জীবনে আমির খান নানা ধরনের চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গিয়েছেন। সম্পর্কের নানা মাত্রিক সমীকরণ দেখেছেন। সম্পর্কের অর্জিত অভিজ্ঞতা নিয়ে ফিল্মফেয়ার-কে সাক্ষাৎকার দিয়েছেন আমির খান। যদিও এ নিয়ে কথা বলতে শুরুতে অসম্মত হন, তারপরও বেশ কিছু বিষয়ে কথা বলেছেন মিস্টার পারফেকশনিস্ট।আরো পড়ুন:আশা-লতা মঙ্গেশকরের বিরুদ্ধে মোহাম্মদ রফি পুত্রের গুরুতর অভিযোগফের মা হলেন গওহর খান আশা-লতা মঙ্গেশকরের বিরুদ্ধে মোহাম্মদ রফি পুত্রের গুরুতর...