একুশ শতকের তৃতীয় দশক যেন আবারও আন্দোলনের রাজনীতিকে নতুন করে সংজ্ঞায়িত করছে। বিশ্ব ইতিহাসে বারবার দেখা গেছে, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক দমননীতি এবং তরুণদের স্বপ্নভঙ্গ একত্রিত হলে বড় পরিবর্তন অনিবার্য হয়ে ওঠে। শ্রীলঙ্কা (২০২২), বাংলাদেশ, সার্বিয়া, সিরিয়া (২০২৪) এবং সাম্প্রতিক ইন্দোনেশিয়ায় (২০২৫) এ ধারাবাহিক গণআন্দোলন নতুন যুগের সূচনার দৃষ্টান্ত হিসেবে কাজ করছে। প্রশ্ন হচ্ছে, এ ঘটনাগুলো কি শুধু বিচ্ছিন্ন রাষ্ট্রীয় সংকট, নাকি বৈশ্বিক রাজনীতির নতুন ধারা?শ্রীলঙ্কা, বাংলাদেশ, সার্বিয়া, সিরিয়া ও ইন্দোনেশিয়ার ছাত্র-জনতার আন্দোলনে প্রতিটি ক্ষেত্রেই একটি অদৃশ্য সূত্র চোখে পড়ে। তা হলো, সাধারণ মানুষের ক্ষোভ বিশেষ করে ছাত্র-যুবসমাজের আত্মত্যাগ, যা স্বৈরতন্ত্রের পতন অনিবার্য করে তুলেছে।শ্রীলঙ্কার উদাহরণ খুবই নির্দেশক। ২০২২ সালে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নামমাত্র ৫০ মিলিয়ন ডলারে নেমে আসে, যেখানে দেশটির ঋণের পরিমাণ দাঁড়ায় ৫১ বিলিয়ন ডলারে। চাল-ডাল থেকে শুরু...