দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার। বেকারত্বের হার বাড়ছে জ্যামিতিক হারে। এমন হতাশার মধ্যেও কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো দেখায়। তবে তার জন্য নিজেকে আপডেট রাখতে হবে। তাই চাকরিপ্রার্থীদের জন্য তুলে ধরা হলো সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞাপনগুলো। জাগো নিউজের সঙ্গে থাকুন, খুঁজে নিন আপনার পছন্দের চাকরি— •বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, ১৬ বছর হলেই আবেদনের সুযোগ•১৪৪ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, আবেদন ফি ১১২•৩৯ জনকে নিয়োগ দেবে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়•১৯ জনকে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ•১২ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন•২৫ জনকে নিয়োগ দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় •নিয়োগ দেবে আইএফআইসি ব্যাংক, কর্মস্থল ঢাকা•প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ, ৫৫ বছরেও আবেদনের সুযোগ•নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, ২৫ বছর হলেই আবেদন•অডিট অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক•ঢাকায় নিয়োগ দেবে...