একজন সুস্থ, স্বাভাবিক নারীকে নির্দিষ্ট বয়স পর্যন্ত মাসিকচক্রের ভেতর দিয়ে যেতে হয়। প্রকৃতির নিয়মই এমন। তবে এক মাসে কারও কারও পিরিয়ড দুবারও হয়ে থাকে। এটা কি স্বাভাবিক? নাকি কোনো শারীরিক সমস্যার লক্ষণ? এ প্রসঙ্গে স্কয়ার হাসপাতাল লিমিটেডের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ডা. আনিকা তাবাস্সুম জানালেন, নানান কারণেই এক মাসে দুবার পিরিয়ড হতে পারে। একজন নারীর মাসিকচক্র গড়ে ২৮ দিন। ২৮ দিনে চক্র সম্পন্ন হওয়ার অর্থ হলো একবার পিরিয়ড শুরু হওয়ার দিন থেকে ২৮ দিন পর তাঁর আবার পিরিয়ড হবে। এই চক্র ২৮ দিন না হয়ে ২১ থেকে ৩৫ দিনের মধ্যে যেকোনো দিনই হতে পারে। অর্থাৎ ২৮ দিনের চেয়ে কয়েক দিন কম বা বেশি হতেই পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। আবার কিছু শারীরিক সমস্যা, ওষুধ, এমনকি হঠাৎ করে ওজন...