নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে একীভূতকরণের তালিকায় থাকা পাঁচটি শরিয়া-ভিত্তিক ব্যাংকের মধ্যে তিনটি কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে নীতিগতভাবে সম্মত হয়েছে, অন্যদিকে দুটি ব্যাংক এর বিরোধিতা করেছে। গত তিন দিন যাবত বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোর সঙ্গে পৃথক পৃথক বৈঠক করার পর এই ভিন্ন চিত্র উঠে এসেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, একীভূতকরণে সম্মত হওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি (এফএসআইবি), গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি (জিআইবি) এবং ইউনিয়ন ব্যাংক পিএলসি। অন্যদিকে, এক্সিম ব্যাংক অব বাংলাদেশ এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল) একীভূতকরণের বিরোধিতা করেছে। এ বিষয়ে এসআইবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক শফিউজ্জামান বলেন, ব্যাংকটি তাদের কার্যক্রম স্থিতিশীল করতে দুই বছর এবং একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হতে আট বছর সময় চেয়ে আবেদন করেছে। এর আগে, বর্তমান পরিচালক মেজর (অব.)...