শীর্ষনিউজ, ঢাকা:পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নতুন সুপারিশ দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সংস্থাটি বলছে, ডিমের ডজন ১৫০ টাকা এবং পেঁয়াজ কেজিপ্রতি ৯০ টাকা ছাড়ালেই আমদানির অনুমতি দেওয়া উচিত। সেই সঙ্গে শুল্ক ও কর ছাড়ের ব্যবস্থাও রাখতে হবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাণিজ্যসচিবের কাছে এ সুপারিশ পাঠায় কমিশন। একই সঙ্গে কাঁচামরিচের বাজার স্থিতিশীল রাখতে চলতি মাসের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারেরও সুপারিশ করা হয়েছে। এ ছাড়া আমদানি শুল্ক নির্ধারণে পূর্বনির্ধারিত শুল্কায়নযোগ্য মূল্যের পরিবর্তে আমদানিকারকের প্রকৃত ক্রয়মূল্য বিবেচনার পরামর্শ দিয়েছে সংস্থাটি। বর্তমানে বাজারে ডিমের দাম ডজনপ্রতি ১৪০ থেকে ১৫০ টাকা, পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা এবং কাঁচামরিচ ২২০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। ট্যারিফ কমিশনের মতে, ২০২৪–২৫ অর্থবছরে দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে প্রায় ৪৪...