শীর্ষনিউজ, চবি:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ দাবি করেছে শাখা ছাত্রদল। এ দাবিতে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মশাল মিছিল করে সংগঠনটি। সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি কাটা পাহাড় সড়ক হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে ছাত্রদল নেতাকর্মীরা ‘নিরাপদ ক্যাম্পাস চাই’, ‘প্রশাসনের পদত্যাগ চাই’, ‘প্রক্টরের পদত্যাগ চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন নানা স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করেন। মিছিল শেষে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, প্রশাসন নিরাপত্তা নিশ্চিত না করে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই এই প্রশাসনকে...