কমনওয়েলথ যুদ্ধ সমাধিক্ষেত্র, ময়নামতি, কুমিল্লা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিভিন্ন দেশের সৈন্যরা এখানে চিরনিদ্রায় শায়িত। ২০২৪ সাল, মধ্য হেমন্তের এক রৌদ্রোজ্জ্বল ভোর। নিথর বাতাস, গ্রীষ্মের মতো গরম। বৃক্ষরাশির গাঢ় ছায়ায় একদল জাপানি কাঁধে কাঁধ মিলিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। কাজ শুরুর আগে তারা নীরবে প্রার্থনা করছেন। তাদের পাশে কয়েকজন বাংলাদেশি, যাদের মধ্যে রয়েছেন লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক। প্রার্থনা শেষে কবরস্থানের ছোট পরিসরের যে জমিটিতে তারা একত্র হলেন তা চোখে পড়ার মতো কিছু নয়, কিন্তু তার মাটির নিচটা ইতিহাসে ভরপুর। কিছুক্ষণ পর শুরু হলো ওই ইতিহাস খুঁড়ে আনার কাজ। উয়েদা তাদাও এবং ওয়েমুরা নামাঙ্কিত দুজন জাপানিজের ফলক কবর থেকে সরানো হলো। মাটি খননের যন্ত্র ধীরে ধীরে ওপরের স্তর সরিয়ে ফেলল। তারপর কয়েকটি আয়তাকার গর্ত তৈরি করা হলো,...