নিউ ইয়র্কে মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি যেন এক অসাধারণ রাজনৈতিক বিপ্লবের নির্মাতা। পৃথিবীর সবচেয়ে ধনী, ব্যয়বহুল এবং সবচেয়ে বেশি ধনবৈষম্যের শহর —নিউ ইয়র্ক। সেই নগরে ডেমোক্র্যাটদের প্রার্থী হয়ে মনোনয়ন জিতেছেন উগান্ডায় জন্ম নেওয়া মুসলিম বংশোদ্ভূত মামদানি। বিষয়টি যত সরল শোনায়, ঘটনাপ্রবাহ মোটেই ততটা সহজ নয়। বিশ্বের ডান ও বাম—দুই ধারার সংবাদমাধ্যমই মামদানির এই বিজয়কে ব্যাখ্যা করছে নানা বিশেষণে: ‘রাজনৈতিক ভূমিকম্প’, ‘বৈপ্লবিক পরিবর্তন’, ‘সমাজতান্ত্রিক উত্থান’, ‘নতুন তারকা’ ইত্যাদি। এমনকি সকলে এ কথাও স্বীকার করছেন যে, আসন্ন নভেম্বরে তিনি মেয়র নির্বাচনে জিততে না পারলেও, অগণিত বাধার পাহাড় টপকে তার এই বীরোচিত উত্থান আমেরিকার সামগ্রিক রাজনীতিতে রেখে যাবে স্থায়ী দাগ, দীর্ঘমেয়াদী প্রভাব। ফলে মামদানি ইতিমধ্যেই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত, চব্বিশ ঘণ্টার নির্ঘুম নগরে (দ্য সিটি দ্যাট নেভার স্লিপস) অনন্য এক গণনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন।...