সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বীমা খাতের কোম্পানিগুলো। লেনদেনে অংশ নেওয়া সিংহভাগ বীমা কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বীমা কোম্পানিগুলোর দাপট দেখানোর দিনে উল্টোপথে হেঁটেছে ব্যাংক কোম্পানিগুলো। অধিকাংশ ব্যাংকের শেয়ারের দাম কমায় মূল্যসূচকেরও পতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় সব কটি বীমা কোম্পানির শেয়ারের দাম বাড়ার পাশাপাশি সার্বিকভাবে বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। কিন্তু ব্যাংকের শেয়ারের দাম কমায় বাজারটিতে সব কটি মূল্যসূচক কমেছে। সেই সঙ্গে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়া ও কমার তালিকায় সমানসংখ্যক প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু বেশিরভাগ ব্যাংকের শেয়ারের দাম কমায় এ বাজারটিতেও মূল্যসূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের...