মানবজাতির সঠিক পথপ্রদর্শন ও হেদায়েতের জন্য আল্লাহতায়ালা যুগে যুগে অসংখ্যা নবী ও রাসুল প্রেরণ করেছেন। তারা সবাই সততা ও আদর্শে ছিলেন যুগের শ্রেষ্ঠ ও মহামানব। নবী ও রাসুল আগমনের এই ধারাবাহিকতায় সর্বশেষ দুনিয়াতে প্রেরিত হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তার আগমনটা ছিল খ্রিস্টাব্দ ৫৭১ সালের দিকে। অর্থাৎ যে বছর আবরাহা হাতি নিয়ে কাবা ঘর ধ্বংসের জন্য মক্কা শরিফ আক্রমণ করেছিল। ঐতিহাসিকদের মতে, এটি ছিল খ্রিস্টাব্দ ৫৭১ সালের ২০ এপ্রিলের ঘটনা। তখন পৃথিবী এতটা শান্ত ও সুশোভিত ছিল না, অসভ্য কোলাহলে জর্জরিত ছিল গোটা বিশ্ব। মানবজাতি আত্মধ্বংসের শেষ সীমান্তে পৌঁছেছিল এবং নিজেদের অপকর্মের কারণে টিকে থাকার সব অধিকার হারিয়েছিল। নীতি-নৈতিকতার কোনো তোয়াক্কা ছিল না, উন্মত্ত ও হিংস্র পশুর মতো আচরণ ছিল তাদের মাঝে। ঠিক তখনই কল্যাণ ও রমহতের বার্তা নিয়ে...