বলিউডে শ্রীদেবীর নাম আজও এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘চালবাজ’ তার ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি হিসেবে গণ্য হয়। এবার সেই ছবির রিমেক ঘিরে জল্পনা তৈরি হয়েছে। জানা গেছে, ছবির নতুন সংস্করণে প্রধান ভূমিকায় অভিনয় করতে পারেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। মুম্বাই সংবাদমাধ্যম সূত্রে খবর, জাহ্নবী এই প্রস্তাব পেয়ে গভীরভাবে ভেবে দেখছেন। তিনি আশঙ্কা করছেন, মায়ের নামকে শুধু প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হোক তা তিনি চান না। তাই সিদ্ধান্ত নিতে তিনি সময় নিচ্ছেন এবং কাছের মানুষদের মতামত নিচ্ছেন। আশা করা হচ্ছে, সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। এক সাক্ষাৎকারে জাহ্নবী স্বীকার করেছিলেন, ছোটবেলায় যখনই তিনি ‘চালবাজ’ দেখতেন, তার মায়ের চরিত্রের ওপর অন্যদের নির্যাতন তাকে মানসিকভাবে আঘাত করত। সেই অভিজ্ঞতা তাকে মানসিক যন্ত্রণা দিয়েছিল। তাই ছবিটি তার কাছে বিশেষ...