চলতি বছরের সবচেয়ে সেনসেশনাল হিন্দি সিনেমা ‘সাইয়ারা’। মুক্তির সাত সপ্তাহ পর এখনো একের পর এক বলিউডের অতীতের সব সিনেমার রেকর্ড ভেঙে দিচ্ছে। ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে বলিউডে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন তরুণ দুই অভিনয়শিল্পী আহান পা-ে ও অনীত পাড্ডা। দুজনের অভিনয় দক্ষতা ও দুর্দান্ত রসায়নে দীর্ঘদিন সাইয়ারা জ¦রে ভুগতে হচ্ছে গোটা বলিউডকে। এই সিনেমা দিয়ে দর্শকের মন জয়ের পর অভিনেত্রী অনীত পাড্ডা এবার তার পরবর্তী সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন। সাইয়ারার মতো নতুন সিনেমাটিও হবে রোমান্টিক ঘরানার। নাম ঠিক না হওয়া এই চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছেন জনপ্রিয় পরিচালক মনীশ শর্মা। আসন্ন এই সিনেমার শুটিং ২০২৬ সালের মাঝামাঝি সময়ে শুরু হবে বলে জানা গেছে। পাঞ্জাবের মনোরম পরিবেশে এটি নির্মিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, যশরাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়া...