জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির ঠিক আগে নতুন গান প্রকাশ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যান্ড তারকা বিপ্লব। শহীদদের স্মৃতিতে গাঁথা গানটির শিরোনাম ‘ও প্রিয় বাংলাদেশ’। এর কথা, সুর ও সংগীত করেছেন গায়ক নিজেই। আগেই বিপ্লব জানিয়েছেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের জন্য বেশ কিছু গান তিনি প্রকাশ করবেন। ‘লাল জুলাই’র সেøাগানে গানগুলো প্রকাশ হবে ধারাবাহিকভাবে। তারই অংশ হিসেবে এবার প্রকাশ হলো নতুন আরও একটি গান। শিরোনাম ‘এক ঐক্যের বাংলাদেশ’। এর কথা লিখেছেন তরুণ সিং, সুর-সংগীত করেছেন জনি। এদিকে ‘ও প্রিয় বাংলাদেশ’ গানটি প্রকাশ করে বিপ্লব বলেন, এক ঐক্যের বাংলাদেশ। দল, মত, গোষ্ঠী, ধর্ম, জাত, গোত্র, দ্বিধা-দ্বন্দ্ব, বৈষম্য-বিভাজন নির্বিশেষে আমাদের বাংলাদেশ। উপমহাদেশ থেকে বেরিয়েছি আমরা মহাদেশের সঙ্গে যুক্ত হতে, আর আমাদের প্রথম ও প্রধান পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। এর আগেও, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে একটি গান প্রকাশ করেছিলেন...