ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে মওলানা আবদুল হামিদ খান একজন কিংবদন্তি পুরুষ; ভাসানী বা মওলানা ভাসানী নামেই সমধিক পরিচিত। কৃষক পরিবারের সন্তান আবদুল হামিদ খান কৃষকের দুঃখ-দুর্দশা, সংকট-সম্ভাবনা বুঝতেন গভীরভাবে। রাজনীতি আর পুঁজিবাদের জাঁতাকলের মাঝে পড়ে অবর্ণনীয় দুর্দশায় পতিত কৃষক সমাজের পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি। কৃষকদের পক্ষ নিয়ে আন্দোলন গড়ে তোলেন জমিদারদের বিরুদ্ধে। সেই আন্দোলনের অংশ হিসেবে বিশাল একটি কৃষক সমাবেশ করেন আসামের ‘ভাসান’ চরে। সেই সমাবেশ থেকে তাকে সম্মানসূচক উপাধি দেওয়া হয় ‘ভাসানী’। সেই উপাধি একসময় তার নামে পরিণত হয়। মওলানা ভাসানীর ছোটবেলায় ডাকনাম ছিল চেগা মিয়া। তিন ভাই, এক বোনের বিশাল পরিবার ছিল তাদের। অল্প বয়সেই মা-বাবা, ভাইবোনকে সবাইকে হারিয়ে অনাথ হয়ে যান। এ সময় তিনি শিষ্যত্ব গ্রহণ করেন পীর শাহ নাসিরউদ্দিন শাহ বোগদাদীর। এই সংকটময় সময়ে তার জীবনে আলোর...