অনেক অনেক আগের রাজা-বাদশাদের যুদ্ধের প্রধান হাতিয়ার ছিল তরবারি ও তীর-ধনুক। তরবারি ও তীর-ধনুক দিয়েই রাজ্যের পর রাজ্য জয় করে রাজত্ব কায়েম করেছেন। আমরা মানুষেরাই শুধু অস্ত্রের ব্যবহার জানি, তা কিন্তু নয়। এমন কিছু প্রাণীও আছে যারা অস্ত্রের ব্যবহার জানে। তারা অস্ত্র দ্বারা শত্রুর কবল থেকে নিজেকে আত্মরক্ষা করে এবং জীবিকা নির্বাহের জন্য খাবার শিকার করে থাকে। এমনই এক প্রাণী হলো সমুদ্রের মাছ আর্চারফিশ। আর্চারফিশের এমন নামকরণের কারণ হলো এই মাছ, শুনতে বিস্ময়কর হলেও, তীর ছুড়তে পারে। এরা জন্মগতভাবে তীর ছোড়ার মতো বিচিত্র এই অস্ত্র ব্যবহারের গুণে গুণান্বিত। আর্চারফিশ ছোট ছোট পোকা থেকে শুরু করে বড় প্রজাপতিও খাবার হিসেবে গ্রহণ করে। এই পোকাগুলোকে শিকার করতেই এ তীরের ব্যবহার করে তারা। আর্চারফিশের তীর হলো পানি, আর ধনুক এদের মুখ। এরা পানির...