চোখের জটিল রোগ গ্লুকোমা। এই রোগের ফলে যে অন্ধত্ব হয় এর কোনো প্রতিকার নেই। একমাত্র সচেতনতাই পারে এই রোগ প্রতিরোধ করতে। গ্লুকোমায় চোখের স্নায়ু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। কমতে থাকে দৃষ্টি। এমনকি একসময় রোগী সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যায়। মূলত চোখের অভ্যন্তরীণ উচ্চচাপের কারণে গ্লুকোমা হয়। বিশ্বব্যাপী অন্ধত্বের দ্বিতীয় প্রধান কারণ এটি। অনেক ক্ষেত্রে রোগের লক্ষণ বুঝে ওঠার আগেই চোখের স্নায়ু অনেক দূর ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এ রোগ হলে দৃষ্টির পরিসীমা বা ব্যাপ্তি ক্রমে সংকুচিত হয়ে আসে এবং দৃষ্টিশক্তির ত্রুটি অনেক দিন অটুট থাকতে পারে। এই রোগে একবার দৃষ্টি যতটুকু ক্ষতিগ্রস্ত হয়, তা আর ফিরিয়ে আনা যায় না। ফলে চোখে গ্লুকোমা হলে রোগীকে সারা জীবন চিকিৎসকের ফলোআপে থাকতে হয়। অনেকে শেষ পর্যন্ত চিকিৎসকের পরামর্শে চলেন না বা ঠিকমতো ওষুধ ব্যবহার...