থিয়েটারপাড়ায় চলছে স্পর্ধা ইন্ডিপেনডেন্ট থিয়েটারের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসব। গত ৮ আগস্ট ‘পূর্বরঙ্গ’ পর্ব দিয়ে এই উৎসব শুরু হয়েছে। আজ থেকে শুরু হবে ‘উত্তাল তরঙ্গ’ শীর্ষক দ্বিতীয় পর্ব। উত্তাল তরঙ্গ পর্বে থাকবে তিনটি নাট্য প্রযোজনা, ‘আমি বীরাঙ্গনা বলছি’, ‘তবুও জেগে উঠি’ এবং ‘বিস্ময়কর সবকিছু’। আজ শুক্রবার এবং কাল শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় থাকবে বহুল আলোচিত ‘আমি বীরাঙ্গনা বলছি’ নাটকের প্রদর্শনী। একাত্তরের বীরাঙ্গনাদের নিয়ে ১৯৯৪ সালে ‘আমি বীরাঙ্গনা বলছি’ নামে একটি বই লিখেছিলেন নীলিমা ইব্রাহিম। প্রায় তিন দশক পর সেই বই অবলম্বনে একই নামে মঞ্চনাটক নিয়ে হাজির হন সৈয়দ জামিল আহমেদ। মাঝে দীর্ঘ বিরতির পর ২০১৭ সালে রিজওয়ান দিয়ে মঞ্চে ফেরেন তিনি। এরপর ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর গঠিত হয় নাট্যদল স্পর্ধা। এরপর...