বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে উপাচার্য এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয় রাকসু নির্বাচনের ওপর প্রভাব ফেলতে পারে, তাই সবাইকে দায়িত্বশীলভাবে আচরণ করতে হবে। তিনি নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা রাকসু নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্টদের প্রশংসা করে বলেন, “রোববার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেখানকার ভাষা ও স্লোগানেও কেউ নৈতিকতা হারায়নি। তারা উচ্চ নৈতিকতার অধিকারী এবং নিজেদের আত্মসম্মান বজায় রেখেছে। কিছু শিক্ষকও জঘন্য পরিস্থিতি সত্ত্বেও পিছিয়ে যাননি। আমাদেরও সুযোগ ছিল। তোমরা তালা দেবে, হাতাহাতি করবে, আর তোমাদের নির্বাচন আমাকে করতে হবে—এটাই মামার বাড়ির আবদার।” উপাচার্য আরও বলেন, “যদি ছাত্ররা নিয়মকানুনের মধ্যে থেকে চলতে না পারে, তাহলে তারা নিজেদের রাকসুর জন্য অযোগ্য প্রমাণ করছে। তাদের যোগ্যতার পরিচয় দিতে হবে নিজেই, আমি বা অন্য কেউ দিতে...