শিশুকে সঞ্চয় শেখানো একটি গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা, যা তাদের ভবিষ্যতের জন্য সুস্থ আর্থিক অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। শিশুদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের ধারণা দিতে পারলে তারা ধীরে ধীরে অর্থ ব্যবস্থাপনার কৌশলগুলো শিখতে পারে। এখানে শিশুদের সঞ্চয় শেখানোর কিছু মৌলিক কৌশল তুলে ধরা হলো: ১. অর্থের প্রকৃতি এবং মূল্য শেখানোশিশুদের প্রথমে বোঝানো দরকার যে টাকা কীভাবে কাজ করে এবং এর মূল্য কী। টাকা আসলে কীভাবে আয় করা হয়, কোথায় ব্যয় করা হয়, এবং সঞ্চয়ের গুরুত্ব কী – তা সহজ ভাষায় তাদের ব্যাখ্যা করতে হবে। উদাহরণ হিসেবে, তাদের বলুন যে খেলনা কেনার জন্য টাকা লাগে এবং সেই টাকার কিছু অংশ জমিয়ে রাখলে ভবিষ্যতে বড় কিছু কেনা সম্ভব। ২. ছোট ছোট লক্ষ্যমাত্রা স্থাপন করাশিশুদের সঞ্চয় করতে আগ্রহী করতে তাদের জন্য সহজ এবং ছোট...