নানা ‘হেনস্তার’ শিকার হওয়ার অভিযোগ তুলে ফেইসবুকে পোস্ট দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি প্রার্থী আব্দুল কাদেরের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। “আমার ডাকসুতে জেতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই”- কাদেরের এমন পোস্টের ঘণ্টা কয়েক পর বৃহস্পতিবার রাতে ফেইসবুকে পোস্ট দিয়ে রাকিব লেখেন, “কাদের তোমাকে কথা দিচ্ছি, রাজাকার, আল বদর, আল শামসদের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে ইনশাআল্লাহ। “আল বটর বাহিনীর কমান্ডারদের আসল চরিত্র উন্মোচিত হয়েছে।” তিনি লেখেন, “সাইবার বুলিং এর জন্য প্রশিক্ষিত শিবিরের নেতাকর্মী, গুপ্ত বাহিনী, সমর্থক, সাথীবৃন্দ, জনশক্তি দ্বারা শুধুমাত্র সচেতন নারী নেতৃত্বই নয়, বিরোধী মতাদর্শের সবাই ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছে। এদেরকে চিহ্নিতপূর্বক বিচারের আওতায় নিয়ে আসতেই হবে, সেই দাবি করছি। সময়ের পরিক্রমায়, অপরাধীদের বিচার সুনিশ্চিত।...