আপনারা কেউ খুন করতে চান? বেশ আটঘাট বেঁধে খুন? জানতে চান খুন করার আগে ও পরে আপনার মাথায় ঠিক কী কী ভাবনা আসতে পারে?ধরুন আপনি খুন করে ফেললেন, কোনো প্রমাণ না রেখেই—যাকে বলে একটি নিখুঁত হত্যাকাণ্ড; তবু আপনার মানসিক অবস্থার কী হাল হতে পারে মনের ভেতর বাস করা এক অন্য আমির কারণে, সেসব জানতে চাইলে আপনার পড়া দরকার—'প্রেস্টুপ্লেনিয়ে ই নাকাজানিয়ে'।আমার খুন করার ইচ্ছে নেই, কিন্তু যারা খুন করে—বিশেষ করে শিক্ষিত বই পড়ুয়া খুনী—তাদের মনের হালচাল জানতেই পড়েছিলাম ‘অপরাধ ও শাস্তি’। আজকের আলোচনা এই বইটি নিয়েই। তবে তার আগে একজন মানুষের কথা বলি—যার ছিল জুয়ার নেশা। সে একটু আধটু নেশা নয়, রীতিমতো বিধ্বংসী নেশা। তবে জুয়াড়ি হলেও লোকটি ছিল বিপ্লবী। ইতিহাস থেকে জানি রাষ্ট্রপ্রধানরা বিপ্লবীদের সহ্য করতে পারেন না, এখানেও তার...